ধরো, তুমি আর তোমার বন্ধু লেবুর জুস খেতে গিয়েছো। তুমি এক গ্লাস এবং তোমার বন্ধু এক গ্লাস জুস খেয়েছে। প্রতি গ্লাস জুসের মূল্য যদি ১০ টাকা হয়, তাহলে কীভাবে পাইথন ব্যবহার করে যোগ করবে? একেবারে সহজ, নিচের কোডটুকু দেখলেই বুঝবে।
print(10 + 10)
আবার ধরো, তুমি লেবুর জুস খেয়েছো আর তোমার বন্ধু অন্য আরেক পদের জুস খেয়েছে। এক্ষেত্রে আমরা ভ্যারিয়েবল ব্যবহার করে যোগ করব।
me = 10
friend = 15
print(me + friend)
তুমি চাইলে একটি আলাদা ভ্যারিয়েবল এর মধ্যে যোগফল সংরক্ষণ করতে পারো।
me = 10
friend = 15
total = me + friend
print(total)
এখানে, যে শুধুমাত্র total ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। তুমি চাইলে তোমার মনের মতো নামও দিতে পারো।
যোগ চিহ্নের মতো করে, অন্যান্য চিহ্ন ব্যবহার করতে পারো। নিচের টেবিলে চিহ্ন দেয়া হলো:
| যোগ | + |
|---|---|
| বিয়োগ | - |
| গুণ | * |
| ভাগ | / |
| Remainder | % |
ধরো, তোমার কাছে সাতটি আপেল আছে। তোমার সামনে তোমার দুইজন বন্ধু আছে। তুমি তাদের মধ্যে আপেল ভাগ করে দিচ্ছো। তুমি সর্বোচ্চ প্রত্যেককে তিনটি করে আপেল দিতে পারবে। এবং তোমার কাছে একটি অবশিষ্ট থাকবে।
3*2 + 1
আবার ভাবো, তোমার কাছে ১৭ টি আপেল আছে। তোমার সামনে তোমার তিনজন বন্ধু আছে, প্রত্যেক জনকে সর্বোচ্চ পরিমাণ আপেল দেয়ার পর কয়টি আপেল তোমার কাছে অবশিষ্ট থাকবে?
তোমার কাছে দুইটি আপেল অবশিষ্ট থাকবে। কারণ তুমি প্রত্যেককে সর্বোচ্চ পাঁচটি করে আপেল দিতে পারবে। তারপর তোমার কাছে দুইটা আপেল অবশিষ্ট থাকবে। এভাবে লিখতে পারি আমরা, 5*3 + 1
এবার তোমাকে বলা হলো, ১৭ টি আপেল তিনজন বন্ধুর মধ্যে ভাগ করে দিতে। তুমি তিনজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে না। কারণ ১৭/৩ এর মান কোনো পূর্ণ সংখ্যা নয়। তুমি ১৭/৩ করলে পাবে ৫.৬৭ ।